চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত  হোল্ডিং ট্যাক্স আইন বাতিলের চলমান আন্দোলনের গণশুনানি কর্মসূচি  অনুষ্ঠিত  হয়। 

২১শে অক্টোবর (  শুক্রবার )  বিকালে নগরীর   কদমতলি আবুল খায়ের  মেম্বার চত্বরে অনুষ্ঠিত  এ  গণশুনানিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্নীতি,অনিয়ম, অব্যবস্থাপনা এবং কর আদায়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার বিষয়ে নগরবাসী তাদের অভিযোগ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে নির্ভয়ে উপস্থাপন করেন।

করদাতা  সুরক্ষা পরিষদের  সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  প্রফেসর আমির উদ্দিনের  সঞ্চালনায় উক্ত গণশুনানিতে বক্তব্য রাখেন  -   মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রচেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান,  পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ সভাপতি  প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া ,  চট্টগ্রাম  আইনজীবী সমিতি  সাবেক সাধারণ সম্পাদক, এডভোকেট আকতার কবির চৌধুরী  নির্যাতন ও নিপীড়ন বিরোধী আইনজীবী মঞ্চের  আহবায়ক, এডভোকেট ভুলন ভৌমিক ,  গণস্বাস্থ্য সংগ্রাম কমিটির সদস্য সচিব, ডাঃ সুশান্ত বড়ুয়া  প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024