জয়পুরহাটের ক্ষেতলালে পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদন্ড ও একইসাথে প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন। 

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমান বগার মেয়ে মোছাঃ জোৎসনা বেগম ও দাশড়া খানপাড়া গ্রামের মোঃ বুলু মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া ওরফে বাবু।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জোৎনা বেগমকে বিয়ের কিছুদিন পর থেকে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। ওই সময় তার স্ত্রী শাহিন মিয়া বাবুর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়লে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। 

তারই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে আসামীরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করলে  নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটির দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এ রায়ের সত্যতা সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024