|
Date: 2024-03-11 09:43:37 |
হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তজার্তিক নারী দিবস ২০২৪ পালন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য আপা পান্না আক্তার আখি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ মাসউদ কুরাইশী মক্কী, ছাদিকুর রহমান, মোঃ ফরিদ আহমেদ ও এরশাদ আলী প্রমূখ। সভা সঞ্চালণা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি বলেন, বঙ্গবন্ধু জীবনের অন্যতম দর্শন ছিল নারীর ক্ষমতায়ন। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনায় সেই চেতনার বাস্তব প্রতিফলন ঘটিয়েছে।
সভা শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত উপজেলার ১৫টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
© Deshchitro 2024