|
Date: 2024-03-11 11:31:44 |
এলো রে এলো রে ওই মাহে রমজান। মানবজাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান। পুণ্যের সূর্য উদয় হলো, পাপের হলো অবসান। সব জরাজীর্ণ ঝেড়ে ফেলে দিয়ে,ইমান করবে শাণ। রহমতের ডালি নিয়ে এল মাহে রমজান! রমজান মুবারক।
কুড়িগ্রামের উলিপুরের তবকপুরে অবস্হিত আলোকিত শিশুকন্ঠ পরিষদ এর উদ্যোগে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপ পরিচালক মোঃ বীর বিক্রম তোফায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাও: মোফাখখের আহমেদ শামছী।
© Deshchitro 2024