কক্সবাজারের রামুতে মাদক লেনদেনের খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। কিন্তু মাদকের বদলে আস্তানায় মিললো অস্ত্র ও গুলি। এসময় দুই অস্ত্রধারীকে আটক করা হয় বলে দাবী করেছে র‍্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ মার্চ সাড়ে ৫ টার দিকে জোয়ারিয়ানালায় এই অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরেষ্ট বিট অফিসগামী রাস্তার মাথায় অভিযানে যায় র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি রাস্তার পাশে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করা হয়, দুষ্কৃতিকারীদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে অস্ত্র ও কার্তুজ নিজেদের হেফাজতে রাখে আটককৃতরা। যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকার করেছে তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024