রাশিয়া এই বছরের গোড়ার দিকে গুপ্তচরবৃত্তির সন্দেহে দক্ষিণ কোরীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাঁকে মস্কোর একটি কারাগারে রেখেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের উদ্ধৃতি দিয়ে সোমবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


মামলাটিকে ‘সর্বাধিক গোপনীয়’ অভিহিত করে এবং সন্দেহভাজন ব্যক্তিকে বেক ওন সুন হিসেবে চিহ্নিত করে তাস বলেছে, তাঁকে রাশিয়ার সুদূর পূর্বের শহর ভ্লাদিভোস্টক থেকে আটক করা হয়েছে। রাশিয়া প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কোনো নাগরিককে অপরাধমূলক গুপ্তচরবৃত্তির জন্য গ্রেপ্তার করেছে বলেও তারা উল্লেখ করেছে।সংস্থাটি আরো বলেছে, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে তাসের সূত্রের মতে, বেক ওন সুন বিদেশি গোয়েন্দা পরিষেবাগুলোতে রাষ্ট্রীয় গোপন তথ্য পাঠিয়েছে।’আরো তদন্তের জন্য সন্দেহভাজনকে ভ্লাদিভোস্টক থেকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁকে রাজধানীর কুখ্যাত লেফোরটোভো কারাগারে রাখা হয়েছে বলেও তাস জানিয়েছে।


এএফপির তথ্য অনুসারে, বন্দিদের প্রায় সম্পূর্ণ নির্জনে রাখার জন্য পরিচিত লেফোরটোভো কারাগারে বর্তমানে মার্কিন প্রতিবেদক ইভান গার্শকোভিচকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক রাখা হয়েছে। তিনি অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন।রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে সর্বোচ্চ ২০ বছরের জেল হয়।এদিকে ইউক্রেনে আক্রমণের জন্য সিউল মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তনের পর রাশিয়া ২০২২ সালে দক্ষিণ কোরিয়াকে একটি ‘অবন্ধুত্বহীন দেশ’ হিসাবে চিহ্নিত করেছিল। ক্রেমলিন তখন থেকে সিউলের চিরশত্রু উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক তৈরি করেছে। এতে দক্ষিণে অস্বস্তির সৃষ্টি হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024