জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান

বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল আলম মনা স্মরণে আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়। 


সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টিতে ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগ কর্তৃক এ আয়োজন করা হয়। 

 ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতি ব্যাচ থেকে দল গঠন করে মোট ৮ টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৪ ব্যাচ বনাম ১৭ ব্যাচের মধ্যে। এতে ১৪ ব্যাচ টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয়।


টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খেলাধুলা মানব শরীরের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মন মগজের জন্যও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানামুখী প্রতিভা বিকশিত করার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। 


ভূগোল বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রওনক বলেন, ভূগোল বিভাগ মনা ভাইকে কখনো ভুলবে না। জগন্নাথ যতদিন ঠিকে থাকবে তার আপোষহীন আদর্শকে ধারণ করে আমরা ততদিন মনা ভাইকে স্মরণ করে যাব। বাংলাদেশ ছাত্র লীগের একনিষ্ঠ কর্মী  হিসেবে সাধারণ শিক্ষার্থীদের বিপদে আপদে থাকার চেষ্টা চালিয়ে যাব। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক  এস এম আকতার হোসাইনসহবিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


উল্লেখ, আশরাফুল আলম মনার গ্রামের বাড়ি ছিল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায়। আশরাফুল আলম মনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। ২০০৭ সালের ১৮ই আগস্ট ছাত্রদল ও শিবিরের নৃশংস হামলার স্বীকার হয়ে মৃত্যুবরণ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024