|
Date: 2024-03-12 10:22:18 |
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ধোবাউড়া জোনের আলোক-৩ প্রকল্প কর্তৃক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া কমিউনিটি সেন্টারে ১১ মার্চ সোমবার বনবিভাগের কর্মকর্তাদের সাথে স্থানীয় আদিবাসীদের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বনবিভাগের সাথে চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বনবিভাগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আদিবাসীদের আহ্বান জানানো হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন, টিডব্লিউএ ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান মি. নবেশ খকশী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাংটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, তাওয়াকুচা বিটের বিট কর্মকর্তা মো. ইফাজ মোর্শেদ সাহিল। এছাড়াও উপস্থিত ছিলেন, বাকাকুড়া গ্রাম কাউন্সিল চেয়ারম্যান মি. প্যারিশন চিছাম, আলোক-৩ প্রকল্পের ধোবাউড়া জোনের মাঠ কর্মকর্তা মি. অতুল ম্রং, রুমেল মৃ, নিশান রেমা প্রমুখ।
© Deshchitro 2024