|
Date: 2024-03-12 10:57:57 |
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বৈলতলীর একটি গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেছে এক খামারির ১১টি গরু। দিনদুপুরে গরুগুলো বাঁচাতে গিয়ে কৃষকের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার বৈলতলী ২নং ওয়ার্ড বুড়ির দোকান্থ আবদুল গফুরের ছেলে মো. ইমন হোসেনের খামারে সকাল ১১টার দিকে আগুন লাগে। এই সময় আগুন দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে নেভাতে ১১টি গরু জ্যান্ত পুড়ে যায়। ইমন হোসেন জানান, দুশমনি করে খামারে আগুন লাগিয়ে দিয়েছে শত্রুরা। এতে তার ২০/২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে গরু মোটা-তাজা করণ ব্যবসায় বিনিয়োগ করে। তাই তার ক্ষতি করায় থানায় মামলা করবেন বলে জানান তিনি। সে কৃষি কাজ করে এত টাকার ঋণ কিভাবে শোধ করবে তা কান্না জড়িত কণ্ঠে বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। সাহায্যের জন্য ফার্য়ার সার্ভিসকে ফোন করা হলে স্টেশন মাস্টার মো. আরিফুজ্জামান শেঠ ও সহকারি স্টেশন মাস্টার মো. সাবের আহমদের নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলায় তাদের কিছু করতে হয়নি জানান ফায়ার ফাইটার মোশারফ হোসেন। তিনি আরোও জানান, এই বিষয় নিয়ে তারা কোন কাজ না করায় তদন্ত রিপোর্ট করতে হচ্ছে না বলে আগুনে সূত্রপাত নির্ণয় করতে হয়নি। চেয়ারম্যান এস এম সায়েম জানান, আগুনে খামারে ভিতরে বেশি পুড়ে যাওয়ায় সন্দেহ হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে গোয়াল ঘরের চালের একপাশে বেশি পুড়ে যাওয়ায় তারা দুশমনি হিসেবে নিচ্ছে বলে জানান তিনি। চন্দনাইশ থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত জানান, ৯৯৯ ফোন পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তারা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
© Deshchitro 2024