বিধান চন্দ্র দেবনাথ



বিয়ে তোমার হবে কাল

আজ হলুদ সন্ধ্যা,

সব রমণী সেঁজেছে তাই

খোপায় রজনীগন্ধা।


রমণীরা আসবে সবাই

পড়ে হলুদ শাড়ি,

আনন্দের ধুম পড়েছে

আজ কনে বাড়ি।


কারো খোপায় গোলাপ ফুল আর

কারো খোপায় গাঁদা,

আজকের দিনে মাস্তি করতে

নেই তো কোনো বাধা।


হলুদ আর চন্দনের স্পর্শে

হবে তুমি রাধা,

আগামিকাল পড়বে তুমি

সাত পাকে বাঁধা।


কনের যত শুভাকাঙ্ক্ষী 

আসবে দলে দলে,

নতুন জীবনে সুখী হও

বলবে আশির্বাদের ছলে।


নতুন বাড়ি গিয়ে তুমি

থাকো মহা সুখে,

হাসি খুশি থাকো তুমি

তোমার বরের বুকে।  




উপজেলা : জামালগঞ্জ 

জেলা : সুনামগঞ্জ

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024