কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়ন আজ পহেলা রমজান ১২মার্চ রোজ  মঙ্গলবার আলোর দিশারী যুব সংগঠন এর উদ্যোগে দক্ষিণ হারেঞ্জা,টান সিদলা ও পিতলগঞ্জ গ্রামের সুবিধা বঞ্চিত গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন সংগঠনের সেচ্ছাসেবীরা,রোজা রেখে পরিশ্রমের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেন ইফতার সামগ্রী। 

সেই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহপরিচালক- হাসিবুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক-তানিম হাসান পিয়াম,সহ-দফতর সম্পাদক-আরাফাত হোসেন আহাদ,প্রচার সম্পাদক-পি কে নাঈম ও সদস্য ইমরান হুসাইন সহ প্রমুখ সংগঠনের পরিচালক-মুহাম্মদ শাব্বির আহমদ নাঈম বলেন৷ সমাজের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি অনেক অসহায় গরিব মানুষ সারাদিন রোজা রাখার পর ইফতারে পানি ছাড়া তেমন কিছু জোটেনা, তাই আলোর দিশারী যুব সংগঠন ইফতার বিতরন এর উদ্যোগ গ্রহন করেছে, তাছাড়া রোজার ডাবল সাওয়াব অর্জন ও অসহায়  মানুষ যেন আমাদের মত ইফতার করতে পরে হাসি মুখে।

নিজে রোজা রাখার পাশাপাশি আপনি যদি কারো একমাসের ইফতার করানোর দায়িত্ব নেন, তবে সহজেই আপনি ৬০টি রোজার সাওয়াব লাভ করতে পারেন। আর এই নেকি হাসিলে, সহযোগিতা করতে চায় আলোর দিশারী যুব সংগঠন।  সর্বশেষ তিনি সকল সদস্য কে এভাবেই এগিয়ে এসে সমাজের অসহায় গরিব মানুষের পাশে দাড়ানোর আহবান করে বলেন, যদি সমাজের প্রত্যেকটা ব্যক্তি  এভাবে এগিয়ে আসে তাহলে অসহায় গরিব মানুষের দুঃখ কষ্ট কিছুটা হলেও দূর করে তাদের মুখে হাসি ফুটানো সম্ভব।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024