|
Date: 2022-10-22 06:30:31 |
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম এর সভাপতিত্বে শনিবার (২১ অক্টোবর) সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা নিরাপদ সড়ক চাই'র সহ সভাপতি নুরে-ই আলম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিরাপদ সড়কের জন্য চালকদের আরো সচেতন হতে হবে।
© Deshchitro 2024