কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে আরএসও সন্ত্রাসীরা রোহিঙ্গা যুবককে মারধর করে হত্যার চেষ্টা।


আহত রোহিঙ্গা হলেন, মোহাম্মদ সাদেক (২৯) উখিয়া ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২৬ ব্লকের এফসিএন ১০৪৩৮৬ এলাকার বাসিন্দা মো: রাশেদ এর ছেলে।


মঙ্গলবার (১২ মার্চ) দেড়টার দিকে উখিয়া ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২৬ ব্লকে বসবাসরত মোহাম্মদ সাদেক নামের একজন রোহিঙ্গাকে আরএসও সদস্যরা জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়।


স্থানীয় সুত্রে জানা যায়, আহত রোহিঙ্গা আরসা ও নবী হোসাইন গ্রুপের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এরূপ সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করে। আহত রোহিঙ্গা ৯ নম্বর ক্যাম্পের আইএমও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024