শ্যামনগরে ১৭, ২৫ ও ২৬ মার্চ জাতীয় দিবস পালনে প্রস্ততি সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সকল দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনে সকল ধরনের প্রস্ততি গ্রহণের আহব্বান জানান।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ,শ্যামনগর থানা পুলিশ,সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপনে প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি এস এম আতাউল হক দোলন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024