মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাট বিআরটিএ ও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দালাল চক্রের ০৫ সদস্য কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

১৩ মার্চ (বুধবার) জয়পুরহাট বিআরটিএ অফিস ও পাসপোর্ট অফিসে র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকশ আভিযানিক দল ও মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জয়পুরহাট বিআরটিএ ও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দালাল চক্রের ০৫ সদস্যেকে গ্রেফতার করে  প্রত্যেককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট পাসপোর্ট অফিসে প্রকাশ্যে চলে দালাল চক্রের কারবার। পাসপোর্টের ফরম পূরণ করতে গিয়ে দালালদের ফাঁদে পড়তে হয় সকল পেশার মানুষকে। দালালচক্রের সদস্যরা পাসপোর্ট আবেদনকারীদের আবেদন নথিপত্রে গোপন সংকেত ব্যবহার করে পাসপোর্ট অফিসে জমা দিয়ে পাসপোর্ট প্রত্যাশী বিভিন্ন পেশার মানুষের কাছে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। দালালচক্রের সদস্যরা পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন, ফিঙ্গার প্রিন্ট দিতে লাইনে দাঁড়াতে হবে না বলে সেবাগ্রহীতাদের সঙ্গে বিভিন্নভাবে চুক্তি করেন। অপরদিকে জয়পুরহাট বিআরটিএ অফিস এ মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট নিয়ে প্রকাশ্যে চলছে দালাল চক্রের কারবার। দালাল ছাড়া যেন কাজই হয় না জয়পুরহাট বিআরটিএ অফিসে। স্বাভাবিক নিয়মে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করলে মাসের পর মাস ঘুরতে হয়। কয়েক বছরেও মেলে না ড্রাইভিং লাইসেন্স। ফলে বিভিন্ন মাধ্যম দালাল ধরতে হয় লাইসেন্স প্রত্যাশীদের এবং গুনতে হয় অতিরিক্ত মোটা অঙ্কের টাকা।

এমন সংবাদের ভিত্তিতে, ১৩ মার্চ  র‌্যাব-৫ সিপিসি-৩  ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল ও মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জয়পুরহাট বিআরটিএ অফিসের দালাল ১। মোঃ রফিকুল ইসলাম, ২। মোঃ রেজানুর রহমান সাজু, এবং জয়পুরহাট পাসপোর্ট অফিসের দালাল ৩। মোঃ আলম রশিদ, ৪। মোঃ মাহতাব উদ্দীন ৫। মোঃ মামুনুর রশিদ কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রত্যেক কে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা করে জরিমানা করে সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024