|
Date: 2024-03-13 13:28:28 |
দক্ষিণ-পূর্ব রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় তেল কারখানাটিতে আগুন ধরে যায় এবং এতে দুজন গুরুতর আহত হন। ওরিওল এবং নিঝনি নোভগোরড অঞ্চলে ড্রোন হামলার একদিন পর ঘটনাটি ঘটে।
দেশটির জরুরি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বুধবার (১৩ মার্চ) সকালে মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার তেল প্ল্যান্টে চার পাখাযুক্ত একটি সামরিক ড্রোন আঘাত হানে। খবর আরটির।
রিয়াজানের গভর্নর পাভেল মালকভ তার টেলিগ্রাম চ্যানেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওগুলোতে দেখা যায়, একটি ড্রোন তেল কারখানাটিতে আঘাত হেনেছে।অন্য আরেকটি ফুটেজে হামলার পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
© Deshchitro 2024