◾ নিউজ ডেস্ক 


বাস, লঞ্চ বন্ধ থাকলেও খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে নেতাকর্মীর ঢল নেমেছে। আজ ভোর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। তাদের স্লোগান ও বক্তৃতায় মুখরিত হয়ে উঠেছে ডাকবাংলো চত্বর।


খুলনায় বিএন‌পির বিভাগীয় সমাবেশস্থল নগরীর ডাকবাংলো সোনালী ব‌্যাংক চত্বর লোকে লোকারণ‌্য হয়ে গেছে।


আজ (২২ অক্টোবর) বি‌কাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকা‌ল থেকেই সেখানে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। 

সমাবেশ শুরুর আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসা‌স) প‌রিবেশনায় সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন হবে।


বিভাগীয় এ সমাবে‌শে প্রধান অতিথি থেকে বক্তব‌্য দেবেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতেই তি‌নি খুলনা পৌঁছেছেন। এ ছাড়া তিন দিন আগে খুলনায় পৌ‌ঁছেছেন সমাবেশের সমন্বয়ক শামসুজ্জামান দুদু। আজকের সমাবেশে বক্তব‌্য দেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। সেখানে আসেন বিএনপি মহাসচিব। তিনি নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


গতকাল দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলন করে বলেন, শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় বিএনপির শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, আন্দোলনে পাঁচ কর্মীকে হত্যার বিচার এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে আজ এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024