বিধান চন্দ্র দেবনাথ



ফাল্গুন আর চৈত্র মাস

আসছে সামনে ঋতুরাজ,

কোকিল ডাকছে গাছে গাছে

শিমুল গাছে ফুল ফোঁটেছে।


প্রকৃতিতে রব রব সাঁজ

প্রাণ পেয়েছে প্রকৃতির গাছ,

সবুজে সব মুখরিত 

বিদায় হয়ে যাচ্ছে শীত।


রক্ত রাঙা পলাশ বনে

রঙ লেগেছে সবার মনে,

খোঁপায় গোঁজে গোলাপ ফুল

তরুণীর মনে লাগছে দোল।


ফুল বাগানে নানান ফুল

ফোঁটে গাছে গাছে,

অলিরা দল বেঁধে

ছুটে ছুটে আসে।


ফুলে ফুলে সুভিত আজ

প্রকৃতির প্রাঙ্গণ,

কোকিলের ঐ মধুর গানে

ভরে উঠে মন।



উপজেলা : জামালগঞ্জ 

জেলা : সুনামগঞ্জ। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024