জাতীয় শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতার সাংস্কৃতিক ইভেন্টের নৃত্য বিভাগে রংপুর বিভাগীয় পর্যায়ে ৮ জেলার প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অর্জন করেছেন ডোমারের জাহ্নবী রায় জয়ী।

রংপুর পিটিআই অডিটোরিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে নৃত্য ইভেন্টে নীলফামারী জেলার প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান অর্জন করেন সে। তার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে পরিবার ও সুধীজন।

জাহ্নবী রায় জয়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ব্রাহ্মণপাড়া এলাকার দেবাশীষ রায় চন্দন ও মালা রাণী রায়ের কন্যা। সে ডোমার উপজেলার ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ডোমার স্পন্দন নৃত্য একাডেমির একজন নিয়মিত নৃত্যশিল্পী।

জয়ীর প্রশিক্ষক বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস তার গৌরবগাঁথার স্বীকৃতি দিয়ে বলেন, নৃত্যে জয়ী অত্যন্ত মেধাবী। তৃণমূল থেকে সবগুলো ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় তার প্রশিক্ষক হিসেবে আমি গর্বিত। জয়ীর পরিবারের উৎসাহে তার এমন অর্জন। জয়ীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024