নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু হানিফার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু হানিফার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সামসুদ্দিন লিটন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার, বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ একেএম সুমন রেয়াজী প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

পরে, স্মৃতিচারণ পূর্বক আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান সহ স্কাউট শিক্ষার্থীদের অংশগ্রহণে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024