টেকনাফে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে জাতীয় তুণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) এর এ্যাকশন ফর চেঞ্জ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। যেটিতে আর্থিক সহায়তা প্রদান করছে সিবিএম গ্লোবাল। গত বুধবার(১৩ মার্চ) বেলা ১১টায় এ সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আল শাহরিয়ার, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, টেকনাফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা অ্যাকশন ফর চেন্জ প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন।


বক্তব্য রাখেন সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি নারী নেত্রী কুলসুমা বেগম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান তুষার।


এছাড়াও এ সময় সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ, প্রতিবন্ধী ব্যক্তিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, প্রকল্প অবহিতকরণ সভায় আপনাদের কার্যক্রম সম্পর্কে জানলাম। খুবই ভাল লাগল। আশা করি আপনারা আপনাদের মহৎ কার্যক্রমের মাধ্যমে সকল এনজিওর চেয়ে এগিয়ে যাবেন সেটা আমি প্রত্যাশা করি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আমি করে যাব ইনশাহআল্লাহ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024