|
Date: 2022-10-22 10:02:32 |
আরো একবার দেখবো চাঁদ
তোর সাথে মাঠে বসে
যাস না তুই পিছু ফিরে
বুকটা ফেটে যায় ধ্বসে।
চল গান গাই দু'জনে
একই সুরে বারবার
একই পথে হেঁটে হেঁটে
তোর সাথে চাই বাঁচবার।
বকুল ফুল দেবো কুড়িয়ে
মেহেদী রাঙা হাতে
জাসনে ফেলে স্মৃতিগুলো
নানান অজুহাতে।
ইমরান খান রাজ
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা৷
ঠিকানাঃ নারিশা, দোহার-ঢাকা ১৩৩২, বাংলাদেশ।
© Deshchitro 2024