|
Date: 2022-10-22 10:05:39 |
মন ভালো নেই চোখে আলো নেই
সবখানে লাগে অন্ধকার
বুকফাটা কান্না চেপে চলে যাব দূরে
আজ থেকে করছি অঙ্গিকার।
বার বার শুধু একই ভুল কেন হয়
সবখানে দেখি মিছে অভিনয়
শতবছরের অপেক্ষা শেষে-ও
হবেনা তোমার আমার প্রণয়।
ইমরান খান রাজ
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা৷
© Deshchitro 2024