|
Date: 2024-03-16 06:52:15 |
লাখাইয়ে অগ্নিকাণ্ডে গবাদিপশু সহ বসতঘর ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি।
লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার মুড়িয়াউক গ্রামের পশ্চিম পাড় আলগাবাড়ীর আব্দুল কাইয়ুম এর বসতঘরে শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত আনুমানিক ২ ঘটিকায় গবাদিপশু গরুকে মশার হাত থেকে রক্ষায় দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
গৃহস্বামী সহ বাড়ীর লোকজন গভীর ঘুমে গভীরে পড়ে ঘুমে আচ্ছন্ন থাকায় কয়েল থেকে সূত্রপাত হওয়া আগুন ঘরে ছড়িয়ে পড়লে ঘরের লোকজন কোনমতে বের হয়ে আস
২ টি গরু,২ টি এনআইডি কার্ড সহ ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়।
© Deshchitro 2024