বগুড়ার আদমদীঘিতে পাচারের উদ্দেশ্যে গুদাম ঘরে রাখা খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের ১৪ বস্তা সরকারি চাল ও অবৈধ ভাবে মদ মজুত রাখা মামলার আসামী ইউনিয়ন যুবলীগের সম্পাদক উজ্জল হোসেন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। উক্ত উজ্জল হোসেন আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে।  

গত বৃহস্পতিবার ১৪ মার্চ বিকেলে আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন গোপন সংবাদের ভিক্তিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উজ্জল হোসেনের দোকানের পিছনে গুদাম ঘরে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে কালোবাজারের বিক্রির জন্য মজুদ রাখা খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের ১৪ বস্তা সরকারি চাল প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪২০ কেজি চাল, অবৈধ ভাবে রাখা চার বোতল চোলাই মদ, মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ নামের মানি রিসিপ ও একটি হিসাবের খসড়া খাতা উদ্ধার করেন। এ ঘটনায় রাতেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদি হয়ে উজ্জল হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

একটি সুত্র জানায়, উজ্জল হোসেন দীর্ঘদিন যাবত সরকার প্রদত্ত গরীব মানুষের মাঝে বিতরণ করা ভিজিএফ, ভিজিডি ও ১৫ টাকা কেজির চাল পাচারের উদ্দেশ্যে গোপনে কিনে তার গুদাম ঘরে মজুত করে পরে বেশি দামে বাজারজাত করে আসছিল।

আদমদীঘি থানার ওসি তদন্ত একেএম মঈন উদ্দীন জানান, আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃত উজ্জল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024