বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার দিবাগত রাত ৩ টায় শাজাহানপুরের মাঝিরা ইউনিয়নের সাজাপুর এলাকার একটি তেলের পাম্পের সামনে থেকে নীলফামারীর জলঢাকার ডাউয়াবাড়ী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে আবু হানিফ (৪০) ও একই এলাকার মোজাফফরের ছেলে রবিউল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করা হয়। 

১৬ মার্চ (শনিবার) দুপুরে বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নীলফামারী থেকে বগুড়ার শেরপুরগামী একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করা হচ্ছে। তখন শুক্রবার রাতে শাজাহানপুরের মাঝিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ১২ টাকা উদ্ধার করা হয়। 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামিরা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে।

আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‍্যাবের এই কর্মকর্তা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024