|
Date: 2024-03-16 12:39:00 |
ইং-১৬/০২/২০২৪খ্রি.সরিষাবাড়ী থানা পুলিশ সরিষাবাড়ী পৌরসভাধীন বীর ধানাটা সাকিনস্থ জিএমসি কলোনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১. উজ্জল বাসপাই(৪২), পিতা-মৃত খোবারিয়া বাসপাই, ২. সাগর বাসপাই(২৪), পিতা-উজ্জল বাসপাই , উভয়সাং- বীর ধানাটা (জিএমসি কলোনী) , থানা- সরিষাবাড়ী, জেলা -জামালপুরদ্বয়কে ২৫ লিটার চোলাই মদ, মূল্য ১২,৫০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অবৈধ মাদক দ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার ও তৎকাজে সহায়তা করার অপরাধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় সরিষাবাড়ী থানার মামলা নং-১১ তারিখ-১৬/০৩/২০২৪খ্রি, রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
© Deshchitro 2024