সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা ৪নং বড়দল উত্তর ইউনিয়নের আওতাধীন বারিক্কার টিলা ১০দিন যাব্যত ১৪টি  হাতির বসবাস বিকালে আসে রাত কাটায় বারিক্কারর টিলার  বড়গোপ গ্রামের আশে পাশে  পড়ে দিন চলে যায়  ইন্ডিয়ান সিমান্তে , গত সাপ্তাহ  দশ দিন যাব্যত এই হাতির পাল প্রতিদিন বিকালে ৩/৪টার দিকে  ইন্ডিয়া সিমান্ত থেকে আসে বাংলাদেশের বারিক্কার টিলায় আগমন ঘটে  হাতির আগমনের সাতে সাতেই এলাকা বাসি আতংকে থাকে তবে বড় ধরনের কোনো সম্যসা এবং দূর ঘটনা ঘটে নাই তবে বাংলাদেশ সিমানা আসার পড়েই এলায় তাজ্জব সৃস্টি হয়ে এবং এলাকা বাসি ভয়ে  রাতকাটাচ্চে এলাকা বাসি শুধু আতংকেই নয় সীমান্ত থেকে আসার পথে ভিন্ন ফসল ও গাছ বাশ ও বাড়ি ঘড়ে আক্রমণ করে এত এলাকা বাসি কিছু টা আতংকে থাকে  বিকালে ইন্ডিয়া সিমান্ত থেকে আসে পড়ে রাত কাটায় বারিক্কার বড়গোপ গ্রামের আশে পাশে, সকালে চলে যায় ইন্ডিয়ান  সিমান্তে, বারিক্কার টিলায় বসবাস কারি মোঃআরজুমি যানান দুই বছর ধরে   প্রায়ই মাঝে মধ্যে ২/৩টা হাতি আসে, বারিক্কার টিলা  কিন্তু এই দানিং এক সাতে এত হাতি দেখলাম  গত সাপ্তা ১০দিন যাব্যত এলাকার আশে পাশে ঘুরাঘুরি করতাছে, 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024