|
Date: 2024-03-16 15:05:38 |
শ্যামনগর ভেটখালী মিস্ত্রীবাড়ী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তরপাড়া মিস্ত্রী ভবনের আয়োজনে শনিবার দিনব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। নাম সংকীর্তন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী নাম সংকীর্তন পরিবেশন করেন খুলনার মাস্টার প্রিয়নাথের পরিচালনায় নিত্যানন্দ সম্প্রদায়, গোপালগঞ্জের মাস্টার পুজার পরিচালনায় শ্যামা পুজা সম্প্রদায়, নরসিংদীর মাস্টার চিরঞ্জিতের পরিচালনায় পার্থ সারথী সম্প্রদায়, যশোরের মাস্টার সঞ্জয় দাসের পরিচালনায় ভক্তের ভগবান সম্প্রদায় ও খুলনার মাস্টার তৃষ্ণার পরিচালনায় তৃষ্ণা রাণী সম্প্রদায়।
জানা যায়, রবিবার কুঞ্জভুঙ্গ, নগরকীর্তন,দধিমঙ্গল, জলকেলি ও মহাপ্রসাদ বিতরণ। সোমবার পদাবলী কীর্তন পরিবেশন করবেন ফরিদপুরের কীর্তনীয়া তন্ময় দাসের পরিচালনায় রাধা মাধব সম্প্রদায় ও সাতক্ষীরার কীর্তনীয়া অঞ্জলী সরকারের পরিচালনায় দ্বীপ অঞ্জলী সম্প্রদায়।
মহানাম যজ্ঞানুষ্ঠান চলাকালে অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার,রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ।
মহানাম যজ্ঞ অনুষ্ঠান স্থল হল ভেটখালী উত্তরপাড়া মিস্ত্রী ভবন অর্থাৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার দোলন মিস্ত্রীর বাসভবন।
ছবি- শ্যামনগর ভেটখালী উত্তরপাড়া যজ্ঞ অনুষ্ঠান।
© Deshchitro 2024