|
Date: 2024-03-16 15:47:49 |
চাঁদপুরের কচুয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশন" এর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন " মানব সেবা ফাউন্ডেশন" এর কার্যালয়ে এ উপলক্ষে সংগঠনের চলমান কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,ইউপি সদস্য মোঃ কামাল হোসেন, মানব সেবা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ খোরশেদ আলম খোকন,গোলাম খাঁজা (বুলু),
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া,আঃ রহিম মাষ্টার, সিনিয়র সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এডঃ রাকিবুল ইসলাম,ক্যাশিয়ার মোঃ ফরিদ,যুগ্ম ক্যাশিয়ার মোঃ বাবু,প্রচার সম্পাদক মোঃ জুয়েল রানা, দপ্তর সম্পাদক মোঃ শাওন, ও সদস্য মোঃ হৃদয় প্রমুখ।
আলোচনা সভা শেষে রাতের আধারে মানব সেবা ফাউন্ডেশনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে গরীব ও অসহায় পরিবারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
© Deshchitro 2024