আদমদীঘির সান্তাহার স্টেশনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ চাঁন মিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার (১৬ মার্চ) দুপুর ৩টায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া লালমনিরহাট সদরের তিস্তা লতিপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, আজ শনিবার (১৬ মার্চ) কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে বিপুল মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৬ মার্চ) দুপুর ৩টায় সান্তাহার রেলওয়ে থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ট্রেনের একটি বগিতে যাত্রী বেশে থাকা চাঁন মিয়াকে আটক করেন। এ সময় তার কাছে থাকা বস্তায় বিশেষ কায়দায় মোড়ানো ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024