|
Date: 2024-03-16 19:23:17 |
: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গাঁজা সেবনকালে দুই বহিরাগতকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারকে গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় ফাঁড়ির পুলিশ আটক করে।
আটককৃত হলেন, ১.মো: শাহারিয়ার কবীর সৈকত (২০), পিতা- মো: নজরুল ইসলাম, সাং- মুলাটোল,০৪ নং ইউনিয়ন, থানা- পীরগাছা। ২.আবু তানভীর মোহাম্মদ ওয়াসী (২৪), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং-চেকপোস্ট, ১৭ নং ওয়ার্ড, থানা - কোতোয়ালি মেট্রো।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দশ জনের অধিক শিক্ষার্থী দেশচিত্রকে জানান, "বিশ্ববিদ্যালয়ে বহিরাগতে এমন অপকর্ম সত্যিই দুঃখজনক। এইসকল মাদকসেবীদের দ্বারাই ক্যাম্পাসের শিক্ষার্থীরা হামলার শিকার হয়। পুলিশি টহল ক্যাম্পাসে আরো বাড়ানো উচিত।"
বিশ্ববিদ্যালয় ফাড়ির অফিসার ইনচার্জ মো: মারুফ জানান, "অভিযুক্তদের আটক করে তাজহাট থানায় নিয়ে আসি। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, "আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহবান জানাই দ্রুত সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য।"
© Deshchitro 2024