|
Date: 2024-03-17 06:01:16 |
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ,পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জাতির পিতার প্রতি শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ করে নিবেদন করেন।এরপর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আলোচনা সভা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024