উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২অক্টোবর) আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫১৬ জন ভোটারের মধ্যে ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে আটোয়ারী ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন ২১২ ভোট পেয়ে সভাপতি এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক বাহারাম সিদ্দিকী ২৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীহাট রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কংস রাম বর্মণ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বজড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান। এসময় সমিতির নির্বাচন কমিশনার আইয়ুব আলী প্রধান, জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম, সাধারণ সম্পাদক মনিরুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024