বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ মার্চ) বিকালে ৩টায় উখিয়ার রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।



উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোহারি, এম মোক্তার আহমদ, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহাম্মদ উজ্জ্বল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনূছ, যুগ্ন আহবায়ক আবছার কামাল, জেলা কৃষকদলের আহবায়ক আফসেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক রাসেল, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ আমিনুল হক চৌধুরী।


বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুর আহমদ চৌধুরী, সহ-সভাপতি দলিলুর রহমান শাহীন, সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, সিনিয়র যুগ্ন সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজীব, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মণি, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক, যুবদলের সভাপতি এম সাইফুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক খাইরুল আমিন, ছাত্রদলের আহবায়ক জয়নাল আবেদিন জয়, সদস্য সচিব রিদুয়ানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ান ছিদ্দিকী, সদস্য সচিব জাফর আলম, শ্রমিকদলে সাধারণ সম্পাদক নুরুল আমিন, মৎস্যজীবি দলের সভাপতি ফরহাদ, কৃষকদলের আবুল হাসান আলীসহ উপজেলার ৮ সাংগঠনিক ইউনিয়ন বিএনপি' যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভা সঞ্চালনা করেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী।


সভায় বক্তারা বলেন, ভোটবিহীন এই সরকার বেশিদিন স্থায়ী হবেনা, তাই নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দরা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024