কক্সবাজার শহরের ছিনতাইয়ের তালিকাভুক্ত আসামি মো.ইউসুফ প্রকাশ রকিকে আটক করেছে কক্সবাজার ডিবি পুলিশ।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে দশটায় সদর থানার বাদশাঘোনা পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফ প্রকাশ রকি কক্সবাজার সদর উপজেলার পূর্ব টেকপাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাদশাঘোনা এলাকায় তার অবস্থান করার তথ্য পেয়ে ডিবি পুলিশ ও শহর ফাঁড়ি অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে শহরের ছিনতাইকারী তালিকাভুক্ত আসামি। এছাড়াও রকি ২৪ মাসের জিআর সাজাপ্রাপ্ত আসামি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024