|
Date: 2024-03-17 10:06:18 |
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগরে অবস্থিত আলোচীত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনুছ হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আয়োজনে ১৭ মার্চ (রবিবার) সকাল ১১ টা মাদরাসার শিক্ষক মোঃ মনির হোসেন সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা আবদুস সালাম।
আরও বক্তব্য রাখেন, মাদরাসার গভর্নিং বডির সিনিয়র সহ-সভাপতি মাহবুবর রহমান মামুন, সিনিয়র শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল আউয়াল প্রমূখ।
বক্তরা বক্তব্য বলেন, বঙ্গবন্ধু আসলে একজন দেশপ্রেমিক ও ভালো গুনের রাজনৈতিক নেতা ছিলেন। তার ডাকে সাড়া দিয়ে একযোগে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন এ দেশের মানুষ।
আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ, দেশের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল সাম্লাম।
© Deshchitro 2024