কুড়িগ্রামে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৪ তম  জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে। 


দিবসটি উপলক্ষে সকালে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডাঃ হামিদুল হক খন্দকার, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমূখ। 


অপরদিকে, জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024