|
Date: 2024-03-17 13:20:51 |
রাজশাহীর তানোর মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষে মহিলা কলেজের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ, উপাধ্যক্ষ মোরশেদ আলী মৃধা, প্রভাষক মুনসেফ আলী,প্রভাষক বন্দিতা রাণী, প্রভাষক গীতারাণী মালাকার,প্রভাষক সোহেল রানাসহ কলেজের শিক্ষক কর্মচারী সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় কলেজের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024