বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হয়েছে।

রোববার দুপুরে থানা পুলিশের সহযোগিতায় পৌর বাজারে  দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক। 

তিনি সারিয়াকান্দি পৌর বাজার মনিটরিং করার সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করেন। অভিযান পরিচালনার সময় এক কাঁচামাল ব্যবসায়ীকে ১০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।  

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, রমজান মাসে কেউ কৃত্রিম সংকট তৈরী করে মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে, এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024