|
Date: 2024-03-17 15:54:51 |
২৪ ঘণ্টায় দেশে ৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫১ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি। শনিবার ৩৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। হার ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ।
এসময় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯২ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
১৭ মার্চ, রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৯ হাজার ১৫৫ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৪৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৬ হাজার ২৯২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ লাখ ৬ হাজার ১৪৬ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ৫১ লাখ ১০ হাজার ৯৭৫ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৭০ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৩১১ জন।
© Deshchitro 2024