|
Date: 2024-03-17 21:22:42 |
সোনাইমুড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় প্রবাসী যুবক আহত।
সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বারাহি নগর গ্রামে প্রতিপক্ষের হামলায় সাউথ আফ্রিকা প্রবাসী তৌহিদুল ইসলাম অপু(২৬)নামের এক যুবক আহত হয়েছে।সে বারাহিনগর গ্রামের পাটওয়ারী বাড়ির আনোয়ার হোসেনের মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় তৌহিদুল ইসলাম অপু দীর্ঘদিন পরে সাউথ আফ্রিকা থেকে ছুটিতে বাড়িতে আসে গত ১৫ ই মার্চ একই গ্রামের দর্জিবাড়ির মৃত রুহুল আমিনের ছোট ছেলে টিটুর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে দিন সকালে বাক বিতণ্ডের সৃষ্টি হয়। সেই সূত্র থেকে ঐ দিন রাতে টিটু ধারালো অস্ত্র ও তার অনুসারীদের নিয়ে বজরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় তহিদুল ইসলাম অপুর উপর প্রাণ নাসের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় এক পর্যায় হামলাকারীরা মানুষের উপস্থিতি টের পেয়ে তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে তহিদুল ইসলাম অপুর পিতা আনোয়ার হোসেন সোনাইমুড়ি থানায় বাদী হয়ে একটি অভিযোগপত্র দাখিল করেন।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানায় আমরা অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আসামি গ্রেফতারের অভিযান চলছে।
উল্লেখ্য টিটুর নামে মাদক অস্ত্র ইভটিজিং চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রি সহ একাধিক অভিযোগ রয়েছে।
© Deshchitro 2024