|
Date: 2022-10-22 12:12:29 |
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র, সমাজ ও দেশ বদলে গেছে। বদলায় নাই শুধু বিএনপি, কয়লা ধুলে ময়লা যায় না। যদি তারা বদলাতো রাষ্ট্রের স্বাধীন ব্যবস্থা নিয়ে আজ আমাদের ভাবতে হতো না। রাষ্ট্রের স্বাধীনতা বিরোধী সকল চক্রের একটি মাত্র প্ল্যাটফর্ম বিএনপি। বিএনপিতে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, একাত্তুরের খুনি ও হত্যাকারীদের জায়গা। প্রতিমন্ত্রী আরো বলেন, একটি জনপ্রিয় দেশে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হলো জননেত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আজ তারা বদলে ফেলতে চায়। অনুষ্ঠানে কোমলমতি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, জীবনে প্রথমে যে ভোটটি দিবে সে ভোটটি তোমরা দয়া করে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকায় দিও। জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দৃঢ় বিশ্বাস করি যতদিন শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকবে পথ হারাবে না বাংলাদেশ। শেরপুরে জেলা সাহিত্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেরপুর জেলা প্রশাসকের বাস্তবায়নে বাংলা একাডেমি সমন্বয়ে ও সংষ্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২২ অক্টোবর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সাংষ্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো. আবদুস সামাদ ফারুক, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের প্রফেসর মো. আব্দুর রশীদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড সাবেক কমান্ডার এডভোকেট মো. মোখলেছুর রহমান আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলার বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিক, লেখক, গবেষক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024