রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মহেশখালীতে অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কেরুনতলী ও হোয়ানক টাইম বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন।


১৭ ই মার্চ (রবিবার) বিকালে বাজার এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেন।




এ সময় মূল্য তালিকা না রাখা, সরকার নির্ধারিত মূল্য এর অতিরিক্ত মূল্যে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে ৩টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং ব্যবসায়ীদের সচেতন করা হয়।


অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন বলেন, বেশি দামে বিক্রি করায় কেরুনতলী বাজারের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে মোট ২টি মামলায় টাইম বাজারের দুইজন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024