জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। রবিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভপাতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী। এসময় বিএফইউজে সদস্য আব্দুল কুদ্দুস রানা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, আয়াছুর রহমান, দীপক শর্মা দীপু,সিবিইউজে সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী তার বক্তব্যে বলেন, কক্সবাজারে জাতির পিতার স্মৃতি বিজড়িত স্থান নিয়ে একটি প্রকাশনা স্মরনীকা আকারে বের করা হবে। শীঘ্রই এর কাজ শুরু করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024