দাগনভূঞা থানা এলাকা, সোনাগাজী, নোয়াখালী ও ঢাকায় অভিযান চালিয়ে ৪ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

 দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ নুরুল ইসলাম, এসআই(নিঃ)/ফখরুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ মহসিন, এসআই(নিঃ)/মোঃ শহীদ উল্যা গনের সমন্বয়ে গঠিত  দাগনভূঞা থানার তিনটি টিমে বিভক্ত হয়ে গত রবিবার দাগনভূঞা থানা এলাকায়, নোয়াখালী, সোনাগাজী ও ঢাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ৪ ডাকাতকে গ্রেফতার করে। ধৃত ডাকাতরা হল, শহিদ রানা(৩২), পিতা-দ্বীন মুহাম্মদ, সাং-সেকান্দরপুর, ২। কবির আহাম্মদ প্রকাশ (হাত কাটা কবির)(৫০), পিতা-মোঃ মোস্তফা, সাং-আজিজ ফাজিলপুর, উভয় থানা-দাগনভূঞা, জেলা-ফেনী, ৩। হায়দার হোসেন সুজন(৩৬), পিতা-শফি উল্যা, সাং-দক্ষিণ রাজারামপুর, ৮নং ওয়ার্ড, ৯নং মোহাম্মদপুর ইউপি, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, ৪। মামুনুর রশিদ  (২৮), পিতা নুর আলম, মাতা নুরজাহান বেগম, গ্রাম পূর্ব মহেশ্বর, থানা সোনাগাজী, জেলা ফেনী। গ্রেফতারকৃত আসামী শহিদ রানা(৩২) ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে  স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামীদেরকে গ্রেফতার ও ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামীদেরক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। উলেখ্য যে, কবির আহম্মদ প্রকাশ (হাত কাটা কবির) এর বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীরা সংঘবদ্ধ হয়ে ফেনী জেলা ও নোয়াখালী জেলার বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ ছিনতাই করে থাকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023