চাঁদপুরের কচুয়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল (আপ) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রবিবার বিকেলে এ উপলক্ষে এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল (আপ) এর নন্দনপুর শাখায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আপ এর উপ নির্বাহী পরিচালক (কার্যক্রম) মোঃ মহিউদ্দিন খান বাবুলের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও শিশু দিবস সম্পর্কে  বক্তব্য রাখেন আপ এর কচুয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রতন মিয়া,বাগানবাড়ি শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন,কচুয়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম,তিনচিটা শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো: সফিউল্লাহ,নন্দনপুর শাখার শাখা ব্যবস্থাপক শামীম আহমেদ,নায়েরগাঁও শাখার শাখা ব্যবস্থাপক সেলিম মুন্সি ও পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমির পরিচালক মোঃ মাহবুব আলম প্রমুখ। 

এসময় আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হযরত ওমর ফারুক(রাঃ) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনার পর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে  ইফতার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024