|
Date: 2024-03-18 09:40:42 |
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একশত পঞ্চাশ পিস ইয়াবাসহ মোঃ সোহরাব (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ।আটককৃত মোঃ সোহরাব (৩২) কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের মোঃ আবুল কাশেম এর পুত্র।
রবিবার (১৭ মার্চ) দুপুরে কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামে অভিযান চালিয়ে একশত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের কাঞ্চন মিয়ার বসত ঘরের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে একশত পঞ্চাশ পিচ ইয়াবাসহ মোঃ সোহরাব (৩২) কে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024