টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ১৭ মার্চ রবিবার মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে পাহাড়িয়া মাটি কাটা রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন। এসময় আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কেটে বিক্রির দায়ে সুমন মিয়া নামের এক জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে। সে মধুপুর পৌরসভার গোপদ গ্রামের মগবুল হোসেনের ছেলে। অপর দিকে কুড়ালিয়ার বেতবাড়ী গ্রামে মাটি বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং দুইটি ব্যাটারী জব্দ করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন জানান, অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা রোধকল্পে মধুপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024