|
Date: 2024-03-18 15:19:15 |
শ্যামনগর মুন্সিগঞ্জ বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির দক্ষতা বৃদ্ধি মূলক কর্মশালা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউপিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সোমবার(১৮ মার্চ) সকাল ১১ টায় দক্ষতা বৃদ্ধি মূলক কর্মশালার আয়োজন করা হয়।
নবযাত্রা প্রকল্পের সহায়তায় মুন্সিগঞ্জ ইউপির চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস। বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়ারদ্দার, ইউপি সদস্য দেবাশিষ গায়েন, নিপা চক্রবর্তী, মরমী মহিলা সংগঠনের সভাপতি প্রতিমা রানী মিস্ত্রী ওয়াল্ড ভিশন কর্মকর্তা প্রমুখ।
ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ ইউপিতে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির দক্ষতা বৃদ্ধি মূলক কর্মশালায় বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।
© Deshchitro 2024